1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা। জাফলংয়ে টাস্কফোর্স অভিযানে ১৮টি পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন! লালমাইয়ে এইচ এসসি পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর টহল!  আশেকানে হক ভাণ্ডারী,শোকর-এ মওলা মঞ্জিলের বৃক্ষ রোপণ!

সাধুর পড়া ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে ডাক্তার না আসায় মিলছেনা চিকিৎসা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

 

মোস্তফা গাজী (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুর বকশীগঞ্জ উপজেলায় সাধুর পড়া ইউনিয়নের উপ- স্বাস্থ্য কেন্দ্রটিতে অভিযোগ পাওয়া গেছে, সময় মত কোন ডাক্তার না আসায়, সময়মতো চিকিৎসা নিতে পারছে না , হাসপাতালটিতে আশা রোগীরা। ডাক্তার ১৫ থেকে ২০ দিনেও আসেনা বলে অভিযোগ রোগিদের। সময় মত ডাক্তার না পাওয়ায় যেতে হয় তাদের বকশীগঞ্জ কিংবা পার্শ্ববর্তী উপজেলা দেওয়ানগঞ্জে।

 

ভুক্তভোগীরা জানায় গত পাঁচ থেকে দশ বছর আগেও এখানে ভালো চিকিৎসা হত কিন্তু এখন আর কোন ডাক্তার না আসায় আমাদের যেতে হয় বকশীগঞ্জে কিংবা দেওয়ানগঞ্জে।ওই উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মাহমুদুল হাসান এর ছত্র-ছায়ায় এসব অপকর্ম হচ্ছে বলে জানা গেছে । তিনি স্বাস্থ্যকেন্দ্রটিতে যোগদানের পর থেকে কেন্দ্রটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ । রোগিরা জানায়,একটা রোগীকে এখান থেকে বকশীগঞ্জে নিয়ে যেতে গেলে রাস্তায়ও মারা যায় বলে অভিযোগ রোগীদের,তারা বলেন বাড়ির পাশে হাসপাতাল থেকে লাভ কি,যেখানে সময় মত চিকিৎসা পাওযা যায় না।

 

যেখানে রোগী থাকার কথা, সেখানে রাখা আছে গরু। পাশের পরিতাক্ত হাসপাতালের এক পাশে গরুর গোয়াল ঘর বানিয়ে রেখেছে। গরু বাধা হাসপাতালে দেখে যেন মনে হয় হাসপাতালটি গোয়ালঘর।

 

সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এর কাছে গেলে তিনি বলেন,তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়ায় যায়নি আমি সময় মত হাসপাতলে যেতে পারিনি আমি অদ্ধতন কর্মকতাদের যানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক বলেল- ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যাবস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট