মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
কুষ্টিয়ায় ফুটপাতে লুঙ্গি–গামছা বিক্রেতা বাবলু ফারাজি হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ১২৬ জনের নামে আদালতে মামলা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন।
এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
নিহত বাবলু ফারাজির ছেলে সুজন মাহমুদ বাদী হয়ে আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা করেন।
শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশনা দিয়েছেন।
আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পেশকার মতিয়ার হোসেন।