সংবাদদাত: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
আজ ২১/৮/২৪ ইং রোজ বুধবার আখাউড়া উপজেলার গাজীর বাজারস্থ জাজিরপুর এলাকার অস্থায়ী সেতুটি ভেঙে যায়। নতুন সেতু করার জন্য অস্থায়ীভাবে এ বেইলি সেতুটি করা হয়। যদ্দরুন আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাত থেকেই আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। বুধবার সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে পুরো স্থলবন্দর এলাকা পানিতে প্লাবিত হলে বন্ধ হয়ে যায় বন্দরের যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানির কাজ। সেই পানির স্রোতের ঢলে ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী এই বেইলি সেতুটি।
এর আগে, খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করলে সেই থেকে বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর ও সাহেবনগরসহ ৩৪টি গ্রামে পানি ঢোকে পরে। এতে ঘরবন্দি হয়েছে ৩৪টি গ্রামের ৫২০টি পরিবার।
এদিকে খবর পেয়ে ইউএনও গাজালা পারভীন রুহি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে গাজালা পারভীন রুহি বলেন, পানিতে উপজেলার ৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫২০টি পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা যাবে না। তিনি আরও বলেন, এ ছাড়াও উপজেলার বিভিন্ন পুকুরের মাছ ভেসে গেছে। হিসাব না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না।
এব্যাপারে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারত থেকে পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি উঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতুটি ভেঙে যায়।