উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ-
উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় এবং হস্তীশুণ্ড ঈদগাহ মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।
০২ সেপ্টেম্বর, ২০২৪ সোমবার উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু ফিলিং স্টেশন এলাকায় এবং হস্তীশুণ্ড ঈদগাহ মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকিমুলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রদর্শন,নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ সহ বিভিন্ন অপরাধের জন্য ঔষধের দোকান, ভেটেরিনারি ঔষধের দোকান, মিষ্টির দোকান,হোটেল ও রেস্তোরাঁ,মুদি দোকান সহ মোট ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনায় ছিলেন উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক জনাব সুমি রাণী মিত্র ও জনাব ইন্দ্রাণী দাস।
প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নূরুল আলম বখতিয়ার এবং সহযোগিতায় ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মোঃ আব্দুল্লাহ আল মামুন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মেহেদী হাসান।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন এপিবিএন বরিশাল কার্যালয়ের চৌকস সদস্যবৃন্দ।