1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ,মুক্তিপণ দাবি, গ্রেপ্তার দুইজন। হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা প্রদান! চীনের যুবক প্রেমের টানে গোপালগঞ্জে! লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ে ঝাড়ুদার পদে নিয়োগ জালিয়াতি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

 

রাজার হাট প্রতিনিধি রাহেনুল ইসলাম

সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ে ঝাড়ুদার পদে নিয়োগ জালিয়াতির প্রধান শিক্ষক এর বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের নিকট অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় ২০০৮ সালে বিদ্যালয়ে মাস্টার রোলে ঝাড়ুদার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্বপালন করেন রাজু লাল বাঁশফোড়। রাজু লাল বলেন, স্থায়ীভাবে নিয়োগ পাবার প্রত্যাশায় বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২২ সালে বিদ্যালয়ে ঝাড়ুদারের পদ সৃষ্টি হলে রাজু লাল বাঁশফোড়ের চাকরিতে প্রবেশের বয়স সীমা অতিক্রম হয়। রাজু লালের বিপরীতে তার ছেলেকে চাকরিতে নিয়োগ দেবার কথা বলে প্রধান শিক্ষক রাজু লাল বাঁশফোড়ের নিকট ২ লাখ ৩০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন।

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি গোপনে অধিক টাকার বিনিময়ে রাজু লাল ও তার ছেলেকে না জানিয়ে অন্য আরেকজনকে ঝাড়ুদার পদে নিয়োগ দেন। বিষয়টি জানাজানি হলে রাজু লাল ও তার পরিবার বিভিন্ন যায়গায় যোগাযোগ করেও কোনো সুবিচার পায়নি। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গত ০৯ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় রাজারহাট থানার সহকারী উপ পরিদর্শক শফিকুল ইসলাম সরেজমিনে তদন্তে আসেন। তিনি উপস্থিত এলাকাবাসীকে ঘটনার সত্যতা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ হয়নি।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন,ঝাড়ুদার পদে নিয়োগ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি আগামী সপ্তাহে তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট