গোপালগঞ্জ প্রতিনিধি : ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গোপালগঞ্জ ডিডি ডিই কেন্দ্রে সভাপতি পদে মোহাম্মদ জিয়াউল হায়দার পলাশ ১৩৯ ভোট পেয়েছেন। এছাড়াও সহ সাংগঠনিক (যশোর অঞ্চল) পদে মোহাম্মদ বকুল হোসেন,সহ সাংগঠনিক (ঢাকা অঞ্চল) পদে মোহাম্মদ রেজাউল হক রবীন এবং সহ সাংগঠনিক (সংস্থা অঞ্চল) পদে মোহাম্মদ সাইদ হোসেন খোকন ১৩৯ টি করে ভোট পেয়েছেন। সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে গোপালগঞ্জ ডিডি ডিই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ১৫০ জন। তার মধ্যে ১৩৯ জন ভোটার ভোট প্রদান করেন। এদিকে একই দিন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি কৃষিবিদ লিয়াকত হোসেন , সাধারন সম্পাদক কৃষিবিদ মীরন বিশ্বাস,নির্বাহী সদস্য কৃষিবিদ সন্তোষ ঘরামীসহ মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচীত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ প্রাঞ্জল নাগ।