মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্ৰামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নোয়াগড় গ্ৰামের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাজাহান মিয়া ও একই গ্ৰামের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মুকিবের নেতৃত্বে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন।
পরে সেনাবাহিনী ও আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।