এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত তেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির হাতে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
আটককৃত ব্যক্তিরা সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার পান্ডার গাও গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মনির হোসেন (২৬),গিরিস নগর গ্রামের কাজী লক মিয়ার ছেলে মোঃ সবুজ নিয়া (২৮), লুল্লার চর গ্রামের নূর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), ব্রাহ্মণ গাঁওর আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন(১৮), শাল্লা থানার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে সালেক নূর(৩৯)।
শনিবার বিকেল পাঁচ টায় ৫ জন বাংলাদেশী নাগরিক ভারত হতে বাংলাদেশে আসার সময় সীমান্ত পিলার ১২৭৯/ এমপি এর নিকট স্থানীয় জনগণের সহায়তায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর বিওপির টহলদল কর্তৃক আটক করা হয়। তার মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড দুইটাই আছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই সুনামগঞ্জ জেলার অধিবাসী। কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে ভারতে গমন করেছিল এবং অদ্য ভারত হতে বাংলাদেশে ফেরত আসার সময় সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গ্রেপ্তার হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি।