1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সদর, লাখাই ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার। ধারালো অস্ত্রসহ, পুলিশের হাতে গ্রেফতার, মোহাম্মদ আজিজ, ২৮, গ্রেপ্তার , নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক দুই। তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত  ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” সম্পন্ন। গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। নরসিংদী কাউন্সিল অব কনজিউমার এক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্টে রূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল ও গণসংযোগ। নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন!

আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে হবে! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

উজিরপুর(বরিশাল) প্রতনিধিঃ-

এই সরকারকে আওয়ামীলীগের সিন্ডিকেট ভাঙতে হবে। আজ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সিন্ডিকেট ভাঙতে পারে নাই। তিনি আরো বলেন এ সরকার সিন্ডিকেট ভাঙ্গার উদ্যোগ নিলে জনগণ আপনাদের সাথে থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজী, ধর্ষণ চিরতরে বিদায় নিবে। আমরা স্যালুট জানাই সেই সকল যুবকদের যারা জনগণকে একত্রিত করে আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিদায় করেছে। আমরা আগামীতে এই গর্বিত যুবকদের হাতে দেশটাকে বুঝিয়ে দিতে চাই।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদিতে পথসভায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাঃ মোঃ শফিকুর রহমান এ কথা বলেন। এসময় ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাস স্ট্যান্ডে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

০১ ডিসেম্বর রবিবার রাত ৮.৪৫ মিনিটের সমায় বরিশাল যাওয়ার পথে ইচলাদী বাসষ্ট্যান্ডে উজিরপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ মোঃ শফিকুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মুবারক হোসেন, বরিশাল জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল জেলা নায়েবে আমীর মাষ্টার আঃ মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কাওসার হোসাইন, বাবুগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, উজিরপুর পৌরসভা জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, উপজেলা ছাত্র শিবির সভাপতি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য ও ইউনিয়ন আমীর সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট