গোপালগঞ্জ প্রতিনিধি : আলোচিত রাবেট হত্যা মামলার আসামীরা দৈনিক জবাবদিহি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলীকে প্রাননাশের হুমকি প্রদান করেছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে রাবেট হত্যাকারি ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার দিপু সাহাকে সাথে নিয়ে সুব্রত সাহা বাপ্পি নামে একজন সদর উপজেলা পরিষদ কার্যালয়ের তথ্য আপার অফিসের মধ্যে দাঁড়িয়ে উচ্চস্বরে সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলীকে বলেন, তোর কল্লা ফেলে দেয়া হবে। তুই আর বাঁচতে পারবিনা। তোকে আমরা দেখে নেবো। এসময় তিনজন তথ্য আপাসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন সুব্রত বাপ্পিকে সংযত আচরণ করার অনুরোধ করলেও তিনি তা আমলে না নিয়ে চিৎকার করতে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলী বলেন, আমি তথ্য সংগ্রহের প্রয়োজনে তথ্য আপার অফিসে যাই গতকাল দুপুরে। সেখানে আগে থেকেই রাবেট হত্যাকারী দিপু সাহা এবং সুব্রত বাপ্পি উপস্থিত ছিলেন। আমাকে দেখে সুব্রত বাপ্পি অসংলগ্নভাবে জোরে জোরে বলেন, আপনি পরে কথা বলবেন। আমরা আগে কাজ সারবো। আমি তখন চেয়ারে বসে অপেক্ষা করতে থাকি। কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে সুব্রত বাপ্পি আমাকে ঠেলাধাক্কা দিতে শুরু করে এবং বাজে মন্তব্য করতে থাকে। আমি প্রতিবাদ করলে সুব্রত বাপ্পি আমাকে হুমকি দেন আমার কল্লা ফেলে দেয়ার কথা বলে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আমি বর্তমানে আতংকিত। ওরা রাবেটকে হত্যা করেছে তার বাড়ীর সামনে। তারপরেও ওরা ধরাছোঁয়ার বাইরে। আমি সুব্রত বাপ্পি ও দিপু সাহার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
উল্লেখ্য ইতিপূর্বে সুব্রত সাহা বাপ্পি গোপালগঞ্জ থানা পুলিশের হাতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার হন।
সাংবাদিক কবিরকে প্রাননাশের হুমকি প্রদান করায় প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষে মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে সুব্রত সাহা বাপ্পি ও দিপু সাহাকে সত্ত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়।