রুহল আমিন সুজন - গাজীপুর।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন রোমানা আক্তার সুমী সহ আরও চারজন অনান্য ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছেন।
সোমবার (৯ ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
রোমানা আক্তার সুমী জন্ম শ্রীপুর পৌর এলাকাতে ছোট থেকে অন্যায় ও অবিচারের সোচ্চার প্রতিবাদী একজন মানুষ।
এমন কিছু কাজ করেছেন যা সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন তার মধ্যে বাল্য বিবাহ নিরোধ, যৌতুক প্রথা নির্মূল, বিবাহ বিচ্ছেদ বন্ধের পাশাপাশি অসহায় মানুষের পাশে থেকে কাজের ব্যাবস্থা করে।
নিজেকে উদ্যোক্তা তৈরি করা ও নারী সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে এসেছে এবং সমাজ উপকৃত হয়েছে এবং হচ্ছে।
এ সম্মাননা প্রাপ্তিতে রোমানা আক্তার সুমী বলেন,আমি মনে করি সমাজ উন্নয়নে কাজ করতে হলে নিজের সদ্বিচ্ছা প্রয়োজন এবং পরিবার থেকে প্রত্যেকটি প্রতিবাদী নারী সাহায্যে সহযোগীতা পেলে এ সমাজের উন্নতি হবে অন্যায় ও অসঙ্গতি দূর হবে। তাহলে যে কেউ যার যার পেশাগত জায়গা থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, আমি চেষ্টা করেছি নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা।
মানুষজনকে সাহায্য করতে বিভিন্ন সময় আমার সেই চেষ্টায় করে যাচ্ছি এবং আপনাদের সাহায্যে সফলতা পাচ্ছি।