1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা প্রদান! চীনের যুবক প্রেমের টানে গোপালগঞ্জে! লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা। জাফলংয়ে টাস্কফোর্স অভিযানে ১৮টি পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন!

রামপালে ১৭ বছর পরে বিএনপি’র বিজয় র‍্যালী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পরে দীর্ঘ ১৭ বছর পরে রামপাল উপজেলা বিএনপি বিজয় র‍্যালি করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের  ফয়লাহাট এলাকায় এ বিরাট বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বিজয় র‍্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে তারুণ্যের বিজয় অর্জিত হয়েছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়ন করতেই হবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের অর্জিত স্বাধীণতা বাস্তবায়নে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। সভায় আগত মায়েদের উদ্যেশ্যে বলেন, সন্তানদের প্রাথমিক শিক্ষায় বেশী মনোযোগী হবেন। কারন প্রাথমিক থেকেই শিশুরা যদি সুশিক্ষা পায় তবে জাতি গঠনে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবে।
নেতা কর্মীদের উদ্যেশ্যে বলেন, দলের ঐক্য ধরে রাখতে বিশৃঙ্খল পরিবেশ থেকে দূরে থাকুন। সন্ত্রাসী, চাঁদাবাজিতে লিপ্ত হলে দল তার দ্বায় নিবে না। তিনি দেশের জন্যে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
রামপাল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে র‍্যালি উত্তর সবুজকুড়ি কিন্ডারগার্টেনের সবুজ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোড়ল লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলতাফ হোসেন বাবু, উপজেলা বিএনপির সদস্য মোড়ল মাহাতাব আলী, সদস্য মাষ্টার মুজিবর জোয়ার্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উজলকুড় ইউনিয়ন বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবলা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্বাস আলী, উজলকুড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সদস্য মোড়ল আক্তারুজ্জামান, রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হুসাইন বাদল, পল্লব হোসেন রাজু প্রমুখ। সভায় বিপুল সংখ্যক বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নারীরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট