1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ,মুক্তিপণ দাবি, গ্রেপ্তার দুইজন। হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা প্রদান! চীনের যুবক প্রেমের টানে গোপালগঞ্জে! লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় নুরুল ইসলাম কে ধামইর হাট উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার–

দৈনিক খবরের কন্ঠ – পত্রিকায় দেশে বিদেশে
সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে।
আপনি যদি সৎ ও কর্মঠ হোন তবে আবেদন করতে পারেন।
যোগ্যতাসমূহঃ–
১.উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে
২.সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে
৩.মিশুক মনের অধিকারী হতে হবে
৪.চালাক ও সাহসী হতে হবে
৫.চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে
৬.নেশা ও মাদক মুক্ত হতে হবে
শর্তসমূহঃ
১.কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
২.নিজের স্মার্টফোন থাকতে হবে
৩.নিজের ব্যবহৃত একটি
জিমেইল/ ইমেইল একাউন্ট ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে
৪.অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে
৫. নিউজ এ প্রতিনিধিত্ব কারী এলাকার নাম উল্লেখ করা লাগবে!
৬.কপি নিউজ করা যাবে না
৭.বাসি নিউজ করা যাবে না
৮.ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে
৯.মাসে অন্তত দুটি জনদূভোর্গের বার্তা পাঠাতে হবে!

১০. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে
১১.স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে
১২.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
১৩. কোন রাজনৈতিক
দলের পক্ষ নেওয়া যাবে না- নিরেপক্ষ অবিচল থাকতে হবে!
১৪.সাংবাদিক পরিচয়ে
হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাদাবাজি করা যাবে না
১৫.সাংবাদিক পরিচয় দিয়ে বিনা ভাড়ায় সরকারি ও বেসরকারি যানবাহনে চলাচল
করা যাবে না।

সুযোগ সুবিধাসমুহ-

১.! সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে- পত্রিকা পক্ষ থেকে মাসিক কোন ও প্রকার সম্মানী প্রদান করা হবে না।

সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ দায়িত্বে সাংবাদিকতা করতে হবে।

২.! পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে প্রতিনিধি সংবাদকর্মীকে পত্রিকা থেকে সম্পুর্ণ বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে।

৩.! পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে
পত্রিকা প্রতিনিধি পাশে দাঁড়াবে।
৪.পত্রিকার লোগো সহ
প্রতিবছর একটি
টিশার্ট দেওয়া হবে
৫! .বিজ্ঞাপনের ৫০% প্রদান করা হবে
৬.! কোন সংবাদ কর্মী অরাজনৈতিক হলে ভালো হয়!
ভালো ও মানবিক কোন কাজ করতে চাইলে পত্রিকা আর্থিক সাহায্যে এগিয়ে আসবে-
৭.! উৎসব ভাতা প্রদান করা হবে –

 

নিয়োগ প্রক্রিয়াঃ
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে
এবং নির্বাচিতদের কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
জিমেইল করে যা যা পাঠাতে হবেঃ
১.! নিজের নাম
২.পিতার নাম
৩.মাতার নাম
৪.গ্রামের নাম
৫.ইউনিয়নের নাম
৬.কর্মরত জেলা,উপজেলার ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম
৭.জেলার নাম
৮.জন্ম তারিখ
৯.এক কপি পাসপোর্ট সাইজের ছবি
১০.নিজের থাকলে নিজের অথবা পিতার ভোটার আইডি নম্বর দিতে হবে
১১.নিজের মোবাইল নম্বর দিতে হবে
১২.আত্বীয় স্বজন নয় এমন এক ব্যক্তির ফোন নম্বর দিতে হবে!

নিন্মলিখিত শর্তে :

উপরে উল্লেখিত শর্তে ১ বছরের জন্য স্থায়ী নিয়োগ প্রদান করা হয়!

Md Nurul alam
Dhamoirhat upazila correspondent
Blood Group
Mobile +880 1710-190010

হিসেবে নিয়োগ প্রদান করা হয়!
দৈনিক খবরের কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ নিয়োগ প্রদান করেন ”
তিনি ১৫ জানুয়ারী ২০২৫ ইং ২০২৬ সালের ১৫ জানুয়ারী প্রযন্ত এ নিয়োগ বহাল থাকবে!

তিনি – সংবাদ সংগ্রহে প্রশাসনের সকল দপ্তর কে সহযোগিতা প্রদান করার অনুরোধ জানাচ্ছি-
বিজ্ঞাপন ও নিউজ জন্য যোগাযোগ
করার জন্য অনুরোধ জানাচ্ছি-

Md Nurul alam
Dhamoirhat upazila correspondent
Blood Group
Mobile +880 1710-190010

দৈনিক খবরের কন্ঠ
বিজ্ঞাপন ও প্রকাশনা বিভাগ –
mobile 01811936901
https://www.khaborerkantho.com/

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট