ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাটে সংঘাত হীন ও সম্প্রতি বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই জানুয়ারি বেলা ১১টায় ধামইরহাট প্রেস ক্লাবের ভবনে পিসহ্যালিটেটর গ্রপের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর সভাপতিত্বে পিএফজির উপজেলা কোঅডিনেটর আবু হেন মোস্তফা কামাল বাবু এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিএফজির জেলার কোঅডিনেটর সুকমল মন্ডল। এছাডাও দলমত নির্বিশেষে অংশ গ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।নওগাঁ জেলার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এ্যডঃ আইয়ুব হোসেন, বিএনপির যুবদলের পৌর সভার সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী, হিন্দু বৌদ্ধ,খৃিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, নারী নেত্রী বেলী খাতুন, জাতীয় পাটীর সভাপতি দেঃ আবদুল হান্নান, পৌর ছাত্র দলের নেতা জিহাদ,প্রমুখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোঃ নুরল ইসলাম
০১৭১০১৯০০১০