এ কে আজাদ || স্টাফ রিপোর্ট ||
সিলেটে সুবিধা বঞ্চিত ও অসহায় পথশিশুদের সেবামূলক সামাজিক সংগঠন ড্রিম সানসেট এর আগামী ১ বছরের জন্য ৪৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা। উপদেষ্টা পরিষদে ও ড্রিম সানসেট এর এক্সপেট্রিয়েট সদস্যদের উপস্থিতিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে সংগঠনটির চেয়ারম্যান জনাব মারুফ উদ্দিন কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
পথশিশু মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।উপস্থিত উপদেষ্টারা বলেন সরকার কতৃক পথশিশুদের বরাদ্দ দেওয়া ফান্ড যাথে পথনেতারা যাতে আত্নসাত না করে সে দিকে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল সজীব , সাঈদ জুয়েল , শাহনুর আলী প্রমুখ।
সোমবার (২০ জানুয়ারী) এক ভিডিও বার্তায় সংগঠনের চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী মারুফ উদ্দিন নির্বাচিত মেম্বারদের নাম ঘোষণা করেন। এতে প্রেসিডিয়াম ও সেক্রেটারি বোর্ড মেম্বার হিসেবে ১৮ জন উদ্যমী তরুণ নির্বাচিত হয়েছেন।
প্রেসিডিয়াম বোর্ড সেন্ট্রাল মেম্বার হিসেবে নির্বাচিতরা হলেন:
রাসেল আহমেদ,মোঃ মেহরাজ, মোঃ আবু তাহের,নয়ন আহমদ,আনিসুর রহমান, রিফাত, ইমন আহমদ
তানজিল ইসলাম তালুকদার, রাসেল, মাহমুদ, জিসান।
সেক্রেটারী বোর্ডের নির্বাচিতরা হলেন:
সাজিদ চৌধুরী,জয়নাল আবেদীন,কোকা মিয়া,সানিউল ইসলাম,মাহফুজ উদ্দিন, রুহেন তালুকদার,
রেজা মিয়া, আবদুল্লাহ মিনহাজ, জসিম হাওলাদার
আবদুল কুদ্দুস মুহিত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিরা
ও সর্বসাধারণর মানুষ জন।