মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম
নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।
এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, মেডিকেল অফিসার ডা. অলক কান্তি তালুকদার, থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আবু বক্কর, সাংবাদিক উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে নানা আলোচনা হয়। এতে সম্প্রতি ঘটে যাওয়া চুরি-ছিনতাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। এছাড়া শহরের যনজট, জীবিত মানুষকে যাচাই-বাছাই ছাড়াই মৃত্যু সনদ দিয়ে ভাতা বাতিল করার বিষয়টি আলোচনায় আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ সার্বিক বিষয় খোঁজ খবর নিয়ে সমাধান করার আশ্বাস দেন।