ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাটে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বাড়ি, - ঘর নির্মাণ করার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় প্রশাসন। ৩ রা ফেব্রুয়ারী সান্ধায় হরীতকী ডাংগা মোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। জানা যায় যে, উপজেলা ধামইরহাট ইউনিয়নের হরিতকী ডাংগা এলাকায় মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে মুকতার হোসেন ১০১ নং দাগ খাস জায়গায় দখল করে/ অবৈধভাবে স্হাপন নির্মাণ কাজ করতে থাকেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে প্রশাসন ও সেনাবাহিনী একটি অভিযানিক অভিযান চালিয়ে ৭ দিনের মধ্যে দখল হওয়ার সরকারি জমিতে অবৈধ স্হাপন সরানোর নির্দেশ প্রদান করা হয় এবং দখল দার বিরুদ্ধে মামলা দায়ের করা নির্দেশ প্রদান করেন।
মোঃ নুরল ইসলাম
০১৭১০১৯০০১০