মোঃ মাহবুবুর রহমান জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামে শনিবার দুপুর ৩ঃ০০ঘটিকায় জেলার মুক্তিযুদ্ধো কমপ্লেক্স প্রাঙ্গণে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু স্যার সহ উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই এই শ্লোগানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচীর ঘোষণা করা হয়।