মোঃ আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা
আজ ১৭ ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল ১০টায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন এর শশই নামক গ্রামে তিতাস নদীতে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শশই গ্রামের যুবক, বৃদ্ধ, কৃষক সহ আপামর জনসাধারণ মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধনে অংশ নেয়া অনেকের হাতে বিভিন্ন প্রতিবাদী প্লে কার্ড ও ফেস্টুন দেখা যায়। তাতে লেখা ছিল কৃষক বাঁচলে দেশ বাঁচবে, মুখের খাবার কেড়ে নিবেন না, বুকের উপর দিয়ে ড্রেজার চালাবেন না ইত্যাদি বিভিন্ন প্রতিবাদী স্লোগান। এলাকাবাসীর অভিযোগ বালু উত্তোলনের টেন্ডার পাওয়া কোম্পানি স্হানীয় বিএনপির কিছু নামধারী নেতার সহযোগিতায় ড্রেজার দিয়ে অবৈধভাবে নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে বালু উত্তোলন শুরু করে যা পাড়হীন নদীর কিনারায় থাকা জমিগুলো ঠিকে থাকা ব্যাপক হুমকির সম্মুখীন হয়ে পড়ে। ফলে স্বাভাবিক ভাবেই জমির মালিক ও এলাকাবাসী জমি বিলীন এর আশংকায় ড্রেজার পক্ষকে বালু উত্তোলনে বাধা প্রধান করে। এতে ক্ষিপ্ত হয়ে কিছু নামধারী বিএনপি নেতা স্হানীয় প্রশাসনের সহায়তায় তাদের প্রাণনাশের হুমকি সহ হামলা মামলার ভয় দেখায় এবং জনগণের পক্ষে কথা বলা সৎ মানুষগুলোর নামে চাঁদাবাজী মামলার হুমকি প্রদান করে। স্হানীয় একজন কৃষক বলেন এটা আমাদের অস্তিত্বের লড়াই, এই বালু উত্তোলন বন্ধ না করলে আমাদের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে ফলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। তাই আমাদের জীবন থাকতে আমরা কোনোভাবেই বালু উত্তোলন করতে দিব না। সর্বোপরী এলাকাবাসীর দাবি অচিরেই যেন স্হায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করা হয় এবং দোষীদের বিচারের আওতায় আনা হয়।