মোহাম্মদ জাফর ইসলাম
ভোলা উপজেলা প্রতিনিধি
দৈনিক খবরের কন্ঠ।
ভোলায় গত রাতে যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আটক।রাতভর যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তি গতকাল রাতে তাদেরকে আটক করা হয়।আওয়ামী সরকারের আমলে তারা প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায় শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অপারেশন ডেভিল হান্টের অভিযান চলমান থাকবে।