গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে গত বুধবার সন্ধ্যায়। ৮১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির আহ্বায়ক হয়েছেন বেলাল হোসেন (আরিয়ান) এবং সদস্য সচিব হয়েছেন ওমর শরীফ সরকার। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো:ফয়সাল জামান ফাহিম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন হাবিবুর রহমান। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৯ জনকে। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ৬ জনকে। রুহুল আমিন মুন্না এবং মো:শুয়াইব উদ্দিন আল আজাদকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও মুখপাত্র করা হয়েছে ৬০ জনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক এসব তথ্য জানা গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোবিপ্রবি আহ্বায়ক বেলাল হোসেন (আরিয়ান) ইংরেজি বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং সদস্য সচিব ওমর শরীফ সরকার পদার্থ বিজ্ঞান বিভাগে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক বেলাল হোসেন (আরিয়ান) জানান শীঘ্রই নতুন কমিটি কার্যক্রম শুরু করবে।