1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার। লালমাই ওএমএস ডিলার রাকিব হোসেন বাবুলের স্মারকলিপি প্রদান শিবপুরে সরকারি টাকা জালিয়াতি মাধ্যমে উত্তোলন গ্রেফতার দুই। মোহনগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ,মুক্তিপণ দাবি, গ্রেপ্তার দুইজন। হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা প্রদান! চীনের যুবক প্রেমের টানে গোপালগঞ্জে! লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান!

মেহেরপুরে ২১ উপলক্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতার আয়োজন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান জেলা প্রতিনিধি মেহেরপুর:
ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি আয়োজন করে অমর একুশে গ্রন্থমেলা, প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও শিক্ষার্থীরা নিজ হাতে দেওয়ালিকা প্রস্তুত করে ভাষা আন্দোলনের গুরুত্ব ও ইতিহাস চিত্রিত করেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সকালে চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে ফিটা কেটে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গ্রন্থমেলায় চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুর রহমান রিওন ও কাম ফর হিউম্যানিটি-এর সিনিয়র উপদেষ্টা, ধর্মীয় শিক্ষক ও সাংবাদিক কায়েস মাহমুদ এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সিএফএইচের উপদেষ্টা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সিএফএইচের উপদেষ্টা শফিউর রহমান টমা এবং সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল হুদা, মাওলানা বদরুজ্জামান, সহকারী শিক্ষক সাধন কুমার মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র ও ক্রীড়া শিক্ষক প্রভুধান সরকার, সিনিয়র শিক্ষক মজনুর রহমান, সিএফএইচের সিনিয়র উপদেষ্টা পরিষদের সদস্য মিয়াজান আলী ও ফরিদুল ইসলাম। সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বৃষ্টি মুন্সি, মাহাদী হাসান, আয়মান সাজ্জাদ বর্ণিল, ফাহিম মুর্শেদ শিবলু এবং আফিস ইকবাল, ফাতেমা আক্তার আখি।

উল্লেখ্য, একই দিনে সংগঠনের ধারাবাহিক আয়োজনের অংশ হিসাবে সকাল ৯ টায় আর,বি,জি,এম মাধ্যমিক বিদ্যালয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ৪ জনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণী তুলে দেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুর রহমান মিন্ট। পরে গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের অমর একুশে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে প্রবন্ধ রচনা ও চিত্রাঙ্কনের মধ্য দিয়ে তাদের সৃজনশীলতা প্রকাশ করে। শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

কাম ফর হিউম্যানিটি-এর এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস এবং মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট