সোহেল আহমেদ:
আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন আজমিরীগঞ্জ বিএনপি পরিবার।
আজ শুক্রবার আজমিরীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজমিরীগঞ্জ শহীদ মিনারে ফুল অর্পণের মাধ্যমে দিবসটির পালন করেন।
১৯৫২ সালের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন। এখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন সরস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরফান আলি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম আহমেদ, পৌর ছাত্রদলের ইশতিয়াক আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।