1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রাক্তন ক্রীড়াবিদের প্রান বাঁচাতে সাহায্যের আবেদন! গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের সাক্ষাৎ। প্রয়োজনীয় চিকিৎসক ও ঔষুধ সংকটে ঘোড়াঘাটে চিকিৎসা সেবা ব্যাহত তানোরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও ফুটবল বিতরণ। দিনাজপুরে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত!  ফেনীজেলা সমিতি চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। ভিপি নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান-গোলাম রাব্বানী! নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত। জ্যোতি ফোরামের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠিত। রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা বিজ্ঞপ্তিতে যা জানাল সেনাবাহিনী।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ সড়কে রাস্তা ব্লকেড দিয়ে ডাকাতি! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাস্তা ব্লকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে!

ডাকাতদের হামলার শিকার হয়েছেন তরুণ ইসলামী বক্তা মুফতি আবিদ আল আহসানসহ তাঁর গাড়িচালক।

 

ডাকাতরা তাঁদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়।

এ সময় বক্তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি ২৫) ইং দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বানিয়াচং উপজেলার শিবপাশা মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় বানিয়াচং থানায় জিডি করতে গেলে পুলিশ নেয়নি বলে অভিযোগ করেছেন মুফতি আবিদ আল আহসান!

এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে মুফতি আবিদ আল আহসান বলেন, মাহফিল ছিল ইমামনগর, বৈরাটি, মিঠামইন, কিশোরগঞ্জ।

এই এলাকায় যেতে হলে আজমিরীগঞ্জ দিয়ে যেতে হয়। মাহফিল শেষে ফেরার পথে আনুমানিক রাত আড়াইটার দিকে হঠাৎ রাস্তা ব্লকেড দেখতে পাই।

কিছু বুঝে ওঠার আগেই প্রায় ১০-১৫ জন ডাকাত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার গাড়ি ঘিরে ফেলে এবং পেছনের গ্লাস ভেঙে ফেলে।

এরপর আমার ড্রাইভারকে মারধর করে, সফরসঙ্গীদের মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেয়।

আরও টাকা আছে কি না জানতে চেয়ে তারা প্রথমে আমাকে বাঁশ দিয়ে আঘাত করে, এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।”

তিনি আরও বলেন, “আমার শরীর থেকে রক্ত ঝরতে দেখে ডাকাতদল দ্রুত সরে পড়ে।

এরপর আমরা পার্শ্ববর্তী এক নিরাপদ স্থানে আশ্রয় নিই। এরপর গাড়ি ঘুরিয়ে আবার আজমিরীগঞ্জ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করি। পরবর্তী ফজর পর্যন্ত অপেক্ষা করে ফজরের পর বানিয়াচং থানায় গিয়ে জিডি করতে চাইলে পুলিশ নেয়নি।

যদিও বিষয়টি অস্বীকার করে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী বক্তা কিছুক্ষণ আগে কল করেছেন, আমরা এই বিষয়ে তদন্ত করছি। সন্ধ্যায় একই বিষয়ে মিটিংও ডাকা হয়েছে। ফজরের পর কেন জিডি নেয়া হলোনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ২৪ ঘন্টাই সেবা দেয়ায় নিয়োজিত থাকেন। যেকোনো সময় মামলা, অভিযোগ ও জিডি আমরা গ্রহণ করি। ফজরের পর কারা দায়িত্বে ছিলেন আমি খোঁজ নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট