এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||
সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে আনতে বিশেষ অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর কালিঘাট বাজার , মদিনা মার্কেট সহ বেশ কিছু বাজারে সেনাবাহিনী ও পুলিশের সহয়তায় এ অভিযান পরিচালনা করতে দেখা যায়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কর্মকর্তা মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আমরা এই অভিযান পরিচালনা করছি। আশা করি দুই একদিনের মধ্যে এ সমস্যা সমাধান। দ্রব্যের চাহিদা বাড়ায় দাম বেড়েছিলো আজ কিছুটা দাম কমেছে। কেউ বেই আইনি কাজ করলে শাস্থির আওয়তায় আনা হবে। তা ছাড়া সকলে আমাদের সহযোগিতা করছে।
প্রসঙ্গত, রমজানের শুরুতেই সিলেটে দ্রব্যমূলের দাম তুলনামূলকভাবে বেড়েছিলো যার ফলে সাধারন মানুষের মধ্যে অনেকটাই অস্বস্তি বিরাজ করেছিলো। তবে সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার পর অনেকটা স্বস্তি ফিরেছে।