মোঃ আব্দুল মতিন
বিজয়নগর উপজেলা প্রতিনিধি!
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা
২৫/৪/২৫ তারিখ বিকাল ৩টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়ীয়া জেলা, বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক এর চান্দুরা নামক স্হানে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়। উক্ত আলোচনা সভায়
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সাহেব এর সভাপতিত্বে ও মুফতী রহমাতুল্লাহ কাসেমী সাহেব এর পরিচালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, উপজেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতী এনামুল হক বাসারী, মাওলানা ফরিদ উদ্দিন আজিজী, মাওলানা মাহফুজ, হাফেজ কারী মোবাশ্বির হোসেন, মাওলানা নিজাম উদ্দিন সহ আরো অনেকে। বক্তারা বলেন আগামী ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের ৫ দফা দাবিতে পূর্ব ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন মহাসমাবেশ সফল করার জন্য বিজয়নগর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে একটি করে বাস নিয়েয়ে অংশ গ্রহন করতে হবে এ বিষয়ে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হেফাজতে ইসলামের ৫ দফা দাবি সমূহ হলো,ফ্যাসিবাদ সরকারের আমলেরর মিথ্যা মামলা ও গনহত্যার বিচার করতে হবে, নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে, ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহন করতে হবে ও ওয়াকফ আইন বাতিল করতে হবে,ফিলিস্তিন দখলদারমুক্ত করার উদ্যোগ নিতে হবে, বহুত্ববাদেরদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্হা ও বিশ্বাস পূনর্বহালর্বহাল করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা বদরুল আলম শাহজাহান, মাওলানা কাউসার আহমদ, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আইয়ুব খান আল আইয়ুবী, মাওলানা আব্দুল কুদ্দুস, কারী আল আমিন, হাফেজ মাওলানা আহমদ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা সারোয়ার হোসেন, মাওলানা কবির হোসাইন, মাওলানা মনসুর আহমদ, মাওলানা শাহেদ আলী, হাফেজ শহীদুল ইসলাম, মুফতি এনামুল হক, মাওলানা এমদাদুল্লাহ হাবিবী সহ আরো অনেকে। মাওলানা শফিকুল ইসলাম সাহেব এর বক্তব্য ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি হয়।