মোঃ আব্দুল মতিন
বিজয়নগর প্রতিনিধি
দৈনিক খবরের কন্ঠ
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও নগদ ৪০ হাজার টাকা সহ ৩৫ বছর বয়সী এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এর নলগড়িয়া গ্রামের খাঁ বাড়ির মৃত উসমান খাঁর ছেলে মোঃ রমজান মিয়া।
শুক্রবার রাতে বিজয়নগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার সিংগারবিল ইউনিয়ন এর নলগড়িয়া গ্রামের খাঁ বাড়ির আসামীর বসত ঘর থেকে মাদকদ্রব্য ও নগদ টাকা সহ গ্রফতার করে।
বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম।
তিনি জানান উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।