তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা (ময়মনসিংহ),
“পরিছন্ন ভালুকা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক ব্যতিক্রমধর্মী গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নিজ হাতে পৌর বাজার, বাসস্ট্যান্ড, ও বিভিন্ন সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থানে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পাশাপাশি পৌর এলাকার রাস্তাঘাটের ধারে শতাধিক শোভাবর্ধনকারী, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। স্থানীয় জনগণের মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই অভিযানে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। এছাড়াও, উপস্থিত ছিলেন বারবার কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ও ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভ।
এছাড়াও, বিএনপির প্রবীণ নেতা রুহুল আমিন মাসুদ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কার্যক্রমে অংশ নেন। তাঁরা সকলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং চারা রোপণ কার্যক্রমে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিচ্ছন্নতা শুধুমাত্র একটি প্রশাসনিক কার্যক্রম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, “ভালুকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ শহরে পরিণত করতে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালু থাকবে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে কাজ করা হবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পাচ্ছে। অনেকেই আশা প্রকাশ করছেন, এই কর্মসূচি রাজনৈতিক বিভেদ নয় বরং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ভালুকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে ভূমিকা রাখবে।