.
রাজনৈতিক প্রতিবেদকঃ দলীয় নিবন্ধন চূড়ান্ত করতে হবিগঞ্জ জেলা এনসিপি কর্মতৎপরতা পরিচালনা করছে। আজ শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেকের নেতৃত্বে দলীয় সদস্যদের ফরম পূরণ ও সাংগঠনিক কাজে কমিটির সদস্যদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
জানা যায়, দলীয় নিবন্ধনের শর্ত পূরণের জন্য সারাদেশের মতো হবিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জেলার সকল উপজেলায়ও এনসিপির কমিটি গঠন করার কাজ প্রায় শেষ পর্যায়ে।
হবিগঞ্জ জেলা এনসিপির নেতারা জানান, বিতর্কিত লোকদের বাদ দিয়ে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করা হবে। যারা অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত তাদের কে কোনোভাবে এনসিপিতে রাখা হবে না।