1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা। জাফলংয়ে টাস্কফোর্স অভিযানে ১৮টি পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন! লালমাইয়ে এইচ এসসি পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর টহল!  আশেকানে হক ভাণ্ডারী,শোকর-এ মওলা মঞ্জিলের বৃক্ষ রোপণ!

লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সোমবার ৩০ জুন,২০২৫ লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের (ওএমএস) ডিলার নিয়োগকে কেন্দ্র করে লালমাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ নোমান হোসেন ও সদস্য সচিব মোঃ সাদ্দাম বিন হোসাইন এর নেতৃত্বে উপজেলা খাদ্য অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে আমার কাছে কোন অভিযোগ করা হয়নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) রাজিব কুমার দে ওএমএস ডিলার নিয়োগ প্রসঙ্গে বলেন, লালমাই উপজেলায় ৩ টি বিক্রয় কেন্দ্র যথাক্রমে বাগমারা বাজার,হরিশ্চর ও ভুশ্চি বাজারে। সে জন্য ৫ জু, ২০২৫ দৈনিক শিরোনাম পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আবেদন ক্রয়ের শেষ তারিখ ১৯ জুন ২০২৫ এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন,২০২৫ ধার্য ছিল।সেই মোতাবেক গত ২৯ জুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার মহোদয় সরেজমিনে ৮ টি আবেদন যাচাই করেন এবং দোকান পরিদর্শন করেন। অভিযোগকারী জনাব মোঃ নোমানের ব্যাংক সলভেন্সি সঠিক না থাকায় এবং তার দোকান বাগমারা বাজারের বাইরে চেঙ্গাহাটায় অবস্থিত হওয়ায় যাচাইকালে বাদ পড়েন, দ্বিতীয় জন অসম্পূর্ণ আবেদন দাখিল করায় বাদ পড়েন এবং অন্য আরেক জন নির্বাচিত হন। এছাড়াও ভূশ্চি বাজারে একজন প্রার্থী থাকায় ঐ প্রার্থী নির্বাচিত হন। অন্য এক কেন্দ্রে হরিশ্চর বাজারে ৪ জন প্রার্থী যোগ্য হওয়ায় লটারির মাধ্যমে ১ জন নির্বাচিত হন। সম্পূর্ণ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে কোন অনিয়ম হয়নি। অভিযোগকারী অযোগ্য হওয়ার পর রাগে, ক্ষোভে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়।যা সম্পূর্ণ বেআইনি।
এ ব্যাপারে কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক কবির হোসাইন রুমন, লালমাই উপজেলার আহবায়ক মোঃ নোমান হোসেন, সদস্য সচিব মোঃ সাদ্দাম বিন হোসাইন সহ বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা গাজী মিনার আলম সাংবাদিকদের প্রেস ব্র‍িফিং এ বলেন, লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) রাজিব কুমার দে ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়ায় আমরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের তালা ভেঙে সাময়িকভাবে নতুন তালা লাগিয়ে দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বরাবর স্মারকলিপি দিয়েছি এবং আগামীকাল কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি দিবো। সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত তালাবন্ধ থাকবে।
এ ব্যাপারে ওএমএস ডিলার মোঃ রাকিব হোসেন বাবুল বলেন, আমি বাগমারা দক্ষিণ বাজার মেসার্স ইসরাত ভ্যারাইটি স্টোর এর স্বত্বাধিকারী, দীর্ঘ ৪ বছর যাবত ব্যবসা করে আসছি। সেই সাথে পাশে আরেকটি ঔষধ দোকানও লোক দিয়ে পরিচালনা করি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা দেই। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আমার দোকান ও গোডাউন পরিদর্শন করেন। সোমবার, ৩০ জুন ২০২৫ উপজেলা নির্বাহী অফিসার উনার কার্যালয়ে ওএমএস ডিলারের জন্য আবেদনকারীদের সামনে সম্পূর্ণ স্বচ্ছভাবে ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট