স্টাফ রিপোর্টার-মোঃ আমির হোসেন ভূইয়া।
কুমিল্লার মুরাদনগরে সংঘটিত হিন্দু নারী নির্যাতনের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে শনিবার দুপুরে ওই নারীর বাড়িতে ছুটে যান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। এসময় তিনি বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কোনোভাবেই এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দল আপনাদের পাশে আছি।”
সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের চিকিৎসা, আইনি সহায়তা ও নিরাপত্তার বিষয়টি তদারকি করার আশ্বাস দেন। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে অনুরোধ করেন এবং বলেন, “আমরা চাই দোষীরা দ্রুত গ্রেপ্তার হোক এবং তাদের কঠোর শাস্তি হোক।”
তার উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কায়কোবাদের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং এলাকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এই ঘটনার প্রতিবাদে মুরাদনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একইসাথে ভুক্তভোগী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে তদন্ত চলছে।