মীর দুলাল বিশেষ প্রতিবেদক!
হবিগঞ্জ পৌর এলাকার, দেয়ানত সাহার বাড়ি, ডাকঘর রোড়ের ব্যবসায়ী নর্ধন দাশের ছেলে এসএসসি পরীক্ষার্থী জনি দাশ (১৯)কে ভোর রাতে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে খুন করে দুষ্কৃতকারীরা।
বৃহস্পতিবার (০৩ জুলাই ২৫) ইং ভোর রাতে এ ঘটনা টি ঘটে।
এতে জনি দাশের ভাই ও আহত হয়!
নিহত জনি ডাকঘর এলাকার বাসিন্দা ব্যবসায়ী নর্ধন দাসের ছেলে।
সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষার্থী।
পরিবারের লোকজন আহত জনি দাসকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।