, পাইকপাড়া নারায়ণগঞ্জ অক্ষয় নারী অস্থায়ী কার্যালয়ে এক সবার আয়োজন করেন,
সভায় সভাপতি তো করেন, অক্ষয় নারীর নবনির্বাচিত সভানেত্রী কাজল আক্তার,
উপস্থাপনায় ছিলেন, পারভিনা আক্তার, প্রচার সম্পাদিকা অক্ষয় নারী সংস্থা,
সঞ্চালনের ছিলেন, সাধারণ সম্পাদিকা পারভিন বেগম অক্ষয় নারী সংস্থা, আরো উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ, সবাই নবনির্বাচিত সবার নেত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংস্থার সকল কার্যকরী সদস্যবৃন্দ,
বক্তব্য রাখেন সভানেত্রী কাজল আক্তার, সকলের উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে, মাদক ও নেশা দ্রব্য থেকে সকল সদস্যকে দূরে থাকার অনুরোধ জানান, এবং সকলকে ভাল ভাল ক্ষুদ্র ব্যবসা করে জীবন যাপনের করার অনুরোধ জানান, সকলকে মিষ্টি খাওয়ায়ে সকালে সুস্বাস্থ্য কামনা করে অক্ষয় নারীর প্রথম কার্যকরী সভা সমাপ্ত ঘোষণা করেন। মোঃ হাজী নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, পারভিন পারভীন আক্তার।