1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

পানছড়িতে বিডি ক্লিনের উদ্যোগ পরিষ্কার হলো বাজার এলাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ”আমার শহর, আমার দায়িত্ব”—এই মূলমন্ত্রকে সামনে রেখে বিডি ক্লিন টিম পানছড়ি শাখার উদ্যোগে সারা দেশের ন্যায় পানছড়ি বাজার এলাকায় অনুষ্ঠিত হলো ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম।

দিনব্যাপী এ অভিযানে বাজারের ময়লা স্থানগুলো চিহ্নিত করে সেখান থেকে আবর্জনা সংগ্রহ করে তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্বেচ্ছাসেবীরা কালো ব্যাচ ধারণ করেন।

এরপর বিডি ক্লিনের স্বতন্ত্র পরিচয় বহনকারী শপথ বাক্য পাঠ করানো হয়, যা সকল স্বেচ্ছাসেবককে নাগরিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কাসেম ও সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।

বিডি ক্লিন পানছড়ি শাখার সমন্বয়ক মোঃ সাইফুল বলেন, “আমরা নিয়মিতভাবেই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করি। তবে প্রশাসন যদি একটি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থান বা ডাস্টবিন তৈরি করে দেয়, তাহলে আবর্জনা ফেলার কাজটি আরও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”

এই মহতি কার্যক্রমের মাধ্যমে বিডি ক্লিন কেবল ময়লা পরিষ্কার করছে না, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলছে, যা দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি ক্লিন টিমের এ কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট