এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||
সিলেট নগরে তৌফিক ওমর তানভীর (২১) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছা) সিলেট মহানগরের কমিটির সংগঠকের ওপর ছুরি হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক মারুফ আহমেদ (১৮) সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নং বাসার আনসার আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মহানগরের মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুলের পাশে বৈছা নেতা তৌফিক ওমর তানভীরকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।