"মীর দুলাল বিশেষ প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মো: আব্দুল মালেক মিয়ার ছেলে জাহিদুল হাসান (১৩) কে খুঁজে পাওয়া যাচ্ছে না!
মঙ্গলবার (২২ জুলাই ২৫) ইং সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে জারুলিয়া বাজারে যায়।
দিন শেষ হয়ে রাত গবীর হয়ে গেলে ও জাহিদুল হাসান বাড়িতে ফিরেনি!
তার পিতা আব্দুস মালেক মিয়া, নিকট আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে ও কোন ও সন্ধান পাওয়া নি!
অদ্য ২৫ জুলাই শুক্রবার জাহিদুল হাসান এর সন্ধান চেয়ে তার পিতা : আবদুল মালেক মিয়া, চুনারুঘাট থানায় একটি জিডি এন্ট্রি করেন, জিডি এন্ট্রি নাম্বার ১৫৫১/২৫,
হাড়িয়ে যাওয়ার সময়,তার পরনে সবুজ গেঞ্জি, ও বাতামী কালার প্যান্ট, ছিল।
তার উচ্চতা ৪’-৩”, গায়ের রং স্যামলা, মুখমন্ডল গোলাকার,
মাথার চুল ছোট।
অধ্যাবদি জাহিদুল হাসান এর কোন সন্ধান পাইনি।
কেউ জাহিদুল হাসান এর সন্ধান পেলে নীচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান!
সন্ধান প্রার্থী
মো: আব্দুল মালেক মিয়া
০১৭৩৮৩৪১১৭৩
গ্রাম : ছনখলা, ইউনিয়ন : গাজীপুর থানা চুনারুঘাট।
জেলা হবিগঞ্জ!