1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

পানছড়িতে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠের শপথ পাঠ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলা পানছড়িতে জুলাই পূর্ণজাগরণের সমাজ গঠনে লাখো কন্ঠে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

শনিবার ২৬ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা’র আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি একই সাথে শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন বলেন,জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলনই আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশ প্রেম জাগ্রত করার প্রতীক। এ সময় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা প্রতিনিধি এস আই সদানন্দ বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, মুক্তিযোদ্ধা আব্দুল সোবাহান, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, ভূমিধর রোয়াজা, আবুল হাসেম, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার সমাজ সেবা কার্যালয় গৌরব চাকমা, পানছড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক সৈয়দ এম এ বাসার, সমাজ সেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।

উক্ত আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং নতুন তালিকা ভুক্ত প্রতিবন্ধি ব্যক্তিদের পরিচয় পত্র প্রদান, প্রতিবন্ধি ভাতা পরিশোধ, বই বিতরন, মহিলা বিষয়ক কার্যালয় হতে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট