1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জ কারাগারে চুরি-কারারক্ষী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন কারা-সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চুরির অভিযোগে মামলা করেন।

গ্রেপ্তার হওয়া আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। তাকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ৮ জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, ৮টি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের কারা-সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ জুলাই ভোরে আরিফ চৌধুরী জেলা কারাগার থেকে এসব সরকারি মালামাল চুরি করেন। বিষয়টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় বিষয়টি জানায়।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ আরিফের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা, গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, “কারারক্ষী আরিফ চৌধুরীর বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। রবিবার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট