বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মদিনা টায়ারের গোডাউন ও একটি কাঠের সমিল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল গভীর রাতে আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত এক ব্যক্তি সমিলের পাশে টয়লেটে যাওয়ার সময় ফেলে যাওয়া জ্বলন্ত বিড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন লেগে সমিলের কাঠের গুঁড়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে পাশের মদিনা টায়ারের গোডাউনে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে।
মদিনা টায়ারের মালিক আল আমিন সাংবাদিকদের জানান,
“এটাই ছিল আমার একমাত্র সম্বল। ব্যাংক লোন নিয়ে দীর্ঘ ৮ বছর ধরে ব্যবসাটা দাঁড় করিয়েছিলাম। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমার গোডাউনে প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ টাকার টায়ার, টিউব ও অন্যান্য মালামাল ছিল যা সম্পূর্ণ পুড়ে গেছে।”
অন্যদিকে ক্ষতিগ্রস্ত সমিল মালিক আব্দুস সাত্তার জানান,
“আমার প্রায় ২ লক্ষ টাকার কাঠ ও যন্ত্রপাতি পুড়ে গেছে। বয়সের এই শেষ সময়ে এই সমিলটাই ছিল আমার জীবনের শেষ ভরসা। এখন আমি পুরোপুরি পথে বসে গেছি।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের এই কাজকে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।