1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

লালমাইয়ে জুলাই পূর্ণজাগরণ লাখো কন্ঠে শপথ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

“সরকার মানেই আমি, রাষ্ট্র মানেই আমরা”
“যারা হার মানেনি, তারাই ইতিহাস “এ স্লোগান নিয়ে
শনিবার ২৬ জুলাই, ২০২৫ এর জুলাই পুর্ণজাগরণ উপলক্ষ্যে লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় কর্তৃক যৌথভাবে আয়োজন করা হয়েছে। লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেবা মেলা, লাখো কন্ঠে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম, জুলাই যোদ্ধা আহৃত মেহেদী হাসান শুভ।ৃ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা সহকারী অফিসার মোঃ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসাইন রুমন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিস কতৃক সুবিধাভোগী ৩ জন সুবর্ন নাগরিকদের মাঝে ভাতা কার্ত বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট