এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||
রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির নতুন সদস্য অভিষেক অনুষ্ঠান গত ১ আগস্ট রাতে নগরীর নিউ হোটেল গ্র্যান্ড ভিউতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল-এর পিডিজি আতাউর রহমান পীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ ডাঃ মোঃ দিদার চৌধুরী।
অনুষ্ঠানে ক্লাবের নবনিযুক্ত সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের স্বাগত জানিয়ে বিভিন্ন বক্তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় নতুন সদস্য- ওলীউর রহমান, এডভোকেট ফয়জুল হক রানা, খিজির আহমদ, মোহাম্মদ জালাল ও মোহাম্মদ ঈসা তালুকদার রোটারি ক্লাবের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান মোঃ সইফুল আলম, রোটারিয়ান সাঈদ গোলাম রহমান, রোটারিয়ান ওহিদুর রহমান ওহিদ, রোটারিয়ান মোঃ তুফায়েল আহমেদ, রোটারিয়ান মোঃ নজমুল ইসলাম, রোটারিয়ান আব্দুল জালিল মল্লিক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুহেল মাহমুদ চৌধুরী, রোটারিয়ান নিধু ভূষণ দাশ, রোটারিয়ান আব্দুর রশিদ, রোটারিয়ান অ্যাডভোকেট মোঃ সোহেল মিয়া, রোটারিয়ান সালাহ উদ্দিন আজিজ ও রোটারিয়ান রতন দেব।
বক্তারা বলেন, রোটারি ক্লাব সবসময় সমাজের উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে। তারা রোটারির মানবিক মূল্যবোধ ও সেবার অঙ্গীকারকে নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি পিডিজি আতাউর রহমান পীর তার বক্তব্যে রোটারির বিশ্বব্যাপী কার্যক্রম তুলে ধরেন, তিনি নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন, “রোটারি হলো মানবতার সেবার জন্য একটি অঙ্গীকার,প্রত্যেক সদস্যের আন্তরিক প্রচেষ্টায় সমাজের উন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথি ডা. মো. দিদার চৌধুরীও নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সমাজের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত করেন।
শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে এগিয়ে নিতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।