ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ পরিবেশনের একটি মাধ্যম নয়,এটি একটি দায়িত্ব,নৈতিকতা আর জনমানুষের কথা বলার সাহসী কণ্ঠস্বর। সেই চেতনাকে হৃদয়ে ধারণ করেই অনুষ্ঠিত হলো ‘সত্যপাঠ’ পত্রিকার ঝিনাইদহ অঞ্চলের প্রতিনিধিদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা।
সোমবার (৪ আগস্ট ২০২৫), সকাল ১০টায় ঝিনাইদহ প্রেস ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সভা। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ‘সত্যপাঠ’ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সাহিদুল এনাম পল্লব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সত্যপাঠ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক,
মো. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বার্তা সম্পাদক পলাশ হোসেন।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকূপা প্রতিনিধি মোহাম্মদ মিশুক হাসান, কালিগঞ্জ প্রতিনিধি
রাকিবুল ইসলাম
,কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি আবু সুফিয়ান,
হাটগোপালপুর প্রতিনিধি এনামুল খন্দকার এবং শেখপাড়া প্রতিনিধি আকাশ আহমেদ রাজ।
সভায় প্রতিনিধিরা তুলে ধরেন মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে তাঁদের অভিজ্ঞতা,চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প।
বিশেষ করে,অনেকেই জানান দুর্গম অঞ্চল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁরা সামাজিক প্রতিকূলতা,ভয়ভীতি এমনকি হুমকির মুখেও পড়েছেন, কিন্তু পিছিয়ে যাননি।
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মতিয়ার রহমান তাঁর বক্তব্যে বলেন,
সত্যপাঠ একটি আদর্শিক প্ল্যাটফর্ম। আমরা চাই প্রতিটি প্রতিনিধি সত্য,নিরপেক্ষতা এবং পেশাগত শুদ্ধতার পথে অটুট থাকুক।
জেলা ও উপজেলার প্রতিনিধি হচ্ছেন আমাদের মূল চালিকাশক্তি।”
বার্তা সম্পাদক পলাশ হোসেন বলেন,পত্রিকার পরিধি বড় পরিসরে কার্যক্রম চলমান রয়েছে ,এর সাথে মাল্টিমিডিয়া চালু করা হবে,আমাদের নিউজ পোর্টালের কাজ চলমান রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে চালু হবে।
সেই সাথে প্রত্যেক প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ তথ্যনির্ভর সংবাদ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মফস্বলে যারা কাজ করেন তারা আসলে অনেক অবহেলিত কিন্তু আমি মনে করি মফস্বল সাংবাদিকরাই আসলে দেশের প্রকৃত চিত্র তুলে ধরেন।
শেখপাড়া প্রতিনিধি আকাশ আহমেদ রাজ বলেন,
স্থানীয় সাংবাদিক হিসেবে আমরা যেমন মাঠে কাজ করি, তেমনি আমরা চাই প্রশাসন ও জনসাধারণ আমাদের বিশ্বাস করুক।
সেটি অর্জনে আমাদের আরও পেশাদার হতে হবে।
শৈলকূপা প্রতিনিধি মোহাম্মদ মিশুক হাসান জানান, সাংবাদিকতা শুধু পেশা নয়,এটি একটি সমাজ পরিবর্তনের হাতিয়ার।
সত্যপাঠের ব্যানারে কাজ করে আমরা গর্বিত।
সভা শেষে প্রতিনিধিদের সম্মানে চা-চক্র ও স্মৃতিচারণে অংশ নেন সকলে।
আগামী দিনে জেলা পর্যায়ে আরও প্রশিক্ষণ কর্মশালা,রিপোর্টিং গাইডলাইন এবং বার্ষিক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।