1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

মোহনগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

আজ সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেংগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল রোববার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রাব্বি আহমেদ সুমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি কক্ষে ওই তিনজনকে পেয়ে তাদের শরীর তল্লাশি করা হয়। এসময় সুমনের কাছে ৮১ পিস, কাশেমের কাছে  ১৯ পিস ও দুর্জয় পাঠানের কাছে ২০ পিসসহ মোট ১২০ পিস ইয়াবা পায় পুলিশ। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট