এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং পায়ের রগ কাটা হয়েছে। নিহত ইমাম উদ্দিন উপজেলার ১২ নং সদর ইউনিয়নের মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মোহাম্মদ তোফায়েল জানান, রাতের যে কোন সময় ইমাম উদ্দিনকে চা বাগানের ভেতর কুপিয়ে হত্যা করা হয়। সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেয়।
স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে ইমাম উদ্দিনকে কে বা কারা খুন করে চা বাগান অফিস কক্ষে আটক করে রাখা হয়েছে বাগান কর্তৃপক্ষ কিছু দেখা নাই বলে অস্বীকার করতেছে।
এদিকে স্থানীয় জনতা বলতেছে সিসিটিভি ফুটেজ চেক করলে আসল তথ্য সামনে আসতে পারে বলে তারা জানান।