মোঃ জাকির হোসেন
খালিয়াজুরী উপজেলা প্রতিনিধ
আজ দুপুর ১২ টার সময় খালিয়াজুরী বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে
বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দলে দলে পোস্টার পেস্টুন, বেন পার্টি, মাইক,বাদ্য বাজনা বাজিয়ে উপজেলার সামনে উপস্থিত হন,
বিএনপি'র নবনির্বাচিত সভাপতি আব্দুর রব স্বাধীন এর সভাপতিত্বে জনাব মাহবুবুর রহমান কেষ্টু, সাধারন সম্পাদক খালিয়াজুরী উপজেলা, সঞ্চালনায় মিছিল বিএনপির অস্থায়ী কার্যালয় হইতে খালিয়াজুরী বাজার পদক্ষিন করে,
প্রাইমারি স্কুল হয়ে কৃষ্টপুর পর্যন্ত ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে, মিটিংএ বিভিন্ন নেতা কর্মী, এতে উপস্থিত ছিলেন,জনাব মাসুদ রানা, সাবেক আহবায়ক, নাজমুল হক তালুকদার আরিফ, যুগ্ন আহবায়ক,জিয়াউদ্দিন জিয়া, মোঃ ফুল মিয়া যুগ্ন আহ্বায়ক,আক্তার হোসেন তালুকদার, ৩ নং ইউনিয়ন বি এন পি,মোঃএরশাদ মিয়া, সম্পাদক ৩ নং ইউনিয়ন বি এন পি, রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, সিনিয়র সহ সভাপতি ৩ নং ইউনিয়ন বি এন পি, এনামুল হক ছোটন,আহ্বায়ক উপজেলা যুবদল, মাজহারুল হক তালুকদার পলিন,আহবায়ক উপজেলা ছাত্র দল, সাইফুল ইসলাম , সম্পাদক উপজেলা শ্রমিক দল,মস্তফা কামাল, সদস্য সচিব উপজেলা তাঁতি দল, ফয়সাল আহমদ, সভাপতি ইউনিয়ন যুবদল, আসাদ মিয়া, যুবদল, আজিজুল হক,তাঁতি দল,উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বি এন পি ও সকল অংগ সহ যোগি সংগঠনের নেতাকর্মী