1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

চবি কেন্দ্রীয় মাঠে জুলাই স্মৃতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

নুরুল আবছার নূরী

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

‘জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলুন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র’-এই স্লোগানকে ধারণ করে ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ চবি কেন্দ্রীয় মাঠে এবং ‘জুলাই স্মৃতি আন্তঃহল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’-এর ফাইনাল খেলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে গতকাল (০৪ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ অর্জনকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) ও জুলাই বিপ্লব উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা-‘২৫’-এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। ‘জুলাই স্মৃতি আন্তঃ হল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২৫’-এর আহ্বায়ক প্রফেসর ড. বেগম ইসমত আরা হকের সভাপতিত্বে এবং চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন ও চবি স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. রবিউল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক।

প্রধান অতিথি চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। বিশেষ করে অনুষদ ও হলভিত্তিক অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড় এবং তাদের টিম ম্যানেজারদের অভিনন্দন জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এ চেতনাকে ধারণ করে আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে উদ্বুদ্ধ করছি। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা, বিতর্ক চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসকে উৎসবমুখর রাখার চেষ্টা করছি।

উপাচার্য বলেন, জুলাই গণআন্দোলনকে ধারণ করার জন্য চবি প্রশাসন মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। আজকের এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান তারই অংশবিশেষ। তিনি আরও বলেন, খেলাধুলায় জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই হচ্ছে বড় বিষয়। খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়, নিয়ম-শৃঙ্খলা জানার সুযোগ সৃষ্টি হয় এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়। উপাচার্য প্রতিযোগিতার ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল’ এবং ‘জুলাই স্মৃতি আন্তঃ হল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’-এ চ্যাম্পিয়ন ও রানারআপ অর্জনকারী ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার প্রদান করেন। পরে উপাচার্য অতিথিদের সঙ্গে নিয়ে চবির বিভিন্ন অনুষদ ও হলভিত্তিক খেলোয়াড়বৃন্দ এবং তাদের টিম ম্যানেজারদের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করেন।

আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতায় চবি কলা ও মানববিদ্যা অনুষদ, চবি ব্যবসায় প্রশাসন অনুষদকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, চবি আন্তঃহল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতায় চবি প্রীতিলতা হল, চবি শামসুন নাহার হলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল ও আন্তঃহল ভলিবল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫’-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন অফিস প্রধান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী এবং ক্রীড়ামোদি দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট