মোঃ মনির উদ্দিন
দোয়ারাবাজার প্রতিনিধি।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটক কৃতরা হলেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আইয়ুবুর রহমানের পুত্র কমর আলী (৩৪), মৃত শন্তি মিয়ার পুত্র রবিবুল ইসলাম (২৫) ও শামসুল ইসলাম (২০) এবং আজাদ মিয়ার পুত্র খালেদ মিয়া (১৯)। গতকাল শনিবার (১০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের আব্দুল মতিনের বাড়ির পশ্চিমে চিলাই নদী হতে তাদের আটক করা হয়। এসময় একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন এস আই মনিরুল ইসলাম, এস আই রফিজুল মিয়া ও এ এস আই আশরাফ খান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি কাঠের নৌকা জব্দ করে দ্রুত আসামিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থনা আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার অফিসার্স ইনচার্জ জনাব জাহিদুল হক।