1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আদালতের রায় উপেক্ষারে ৯টি জলাশয় লিজ এলাকাবাসীর বিক্ষোভ মাধবপুরে বালু উত্তোলন প্রশাসনের অভিযানে ১জনের কারাদণ্ড ট্রাক্টর জব্দ। পানছড়িতে অনির্বাণ সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। অথেন্টিক ফাউন্ডেশন ট্যালেন্ট এক্সামের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।  কমিউনিটি মেডিকেল অফিসারের অবসার জনিত বিদায় সংবর্ধনা প্রদান।  বিজিবির অভিযানে অবৈধ কাট আটক হবিগঞ্জে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত৷ হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে ২ যুবক আটক। আলোর পথ সামাজিক সংগঠনের উদ্যোগে বন্যা কবলিতদের খাদ্য সামগ্রী প্রদান।  মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ফটিকছড়িতে কিশোর মাহিন হত্যায় ৫জনের বিরুদ্ধে মামলা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে মাত্র ১৪ বছরের কিশোর রিহান মাহিনকে পিটিয়ে হ ত্যা:র ঘটনায় এলাকায় এখনো তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। এ ঘটনায় নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে শুক্রবার (২২ আগস্ট) রাতে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় নাজিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মো. নোমান, মো. আজাদ হোসেন, মো. তৈয়ব ও মহিউদ্দীনসহ মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আরও ৫-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তবে এলাকায় উত্তেজনা এখনো বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল ময়নাতদন্ত শেষে নিহত মাহিনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়িতে আনা হলে শোকের মাতমে ভেঙে পড়ে পুরো গ্রাম। একমাত্র সন্তানের মরদেহ বুকে জড়িয়ে কাঁদতে থাকেন বাবা-মা। রাতেই জানাজা শেষে তাকে দাফন করা হয়। শেষবারের মতো মাহিনকে দেখতে ভিড় করেন অসংখ্য আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকাবাসী। পুরো এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

নিহতের পিতা মোহাম্মদ লোকমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন আমার ছোট্ট নিষ্পাপ সন্তানকে আমার চোখের সামনেই এলাকার কয়েকজন যুবক পিটিয়ে হত্যা করেছে। আমি বারবার তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছি, কিন্তু তারা সেই ভিক্ষাটুকুও দেয়নি। তারা কি মানুষ? তারা কি জানোয়ারের চেয়েও নিষ্ঠুর নয়? আমি আমার সন্তানকে আর ফিরে পাব না, তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন তুচ্ছ কারণে প্রকাশ্যে একজন কিশোরকে হত্যা করা মানবতার জন্য কলঙ্কজনক। আমরা কি মগের মুলুকে বাস করছি? মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আর নিষ্পাপ প্রাণগুলো এভাবে ঝরে যাচ্ছে! তারা মাহিন হত্যার দ্রুত তদন্ত, আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। শনিবার (২৩ আগস্ট) আসর নামাজের পর কাঞ্চননগর রুস্তুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দ্রুতই অন্য আসামিদেরও ধরা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট