মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।
২৫ শে আগষ্ট ২০২৫।
আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সজল পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়।
স্থানীয়রা জানান ভোর ছয়টার দিকে সজল নদীর পাড়ে ব্লকের কাছে গোসল করতে নামে, এক পর্যায়ে পানিতে ডুব দেয়, কিন্তু আর ভেসে ওঠেনি, দীর্ঘক্ষণ না দেখে আশেপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন, খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছায়, দুই ঘন্টা খোঁজাখুঁজির পরে সকাল ১০ঃ৩০ মিনিটে সজল নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জগলুল হাসান বলেন খবর পাওয়ার পরপরই আমরা আমতলী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠাই, দ্রুত তারা ঘটনা স্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ চালায়, দুই ঘন্টা উদ্ধার কাজ চালিয়ে যুবকের লাশ উদ্ধার করে। এই ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা, ছেলেটি সাঁতার জানতো না, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।