মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির জেলা পানছড়ি উপজেলার লৌগাং জোনের (৩ বিজিবি)অভিযানে অবৈধ চুরাই কাঠ আটক করা হয়েছে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে লৌগাং জোনের নায়েব সুবেদার মোঃতুষারের নেতৃত্বে ছোট পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে পাঁচশত গজ পশ্চিমে রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়,দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি এলাকা থেকে সেগুন কাঠ চুরি করে এনে পাচার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নায়েব সুবেদার মোঃতুষার জানান, বনজ সম্পদ রক্ষায় বিজিবির অভিযান সবসময় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।